সালাম সবাইকে, আশা করি আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন ।
আগে একটু ভিন্ন কিছু লিখি, সবসময় ডাউনলোড আর ইন্সটল নিয়ে লিখা আর টিউন পড়তে
ভাল লাগে না । যদি একটু ভিন্ন কিছু থাকে কেমন হয় ? আগেই মাফ চেয়ে নিচ্ছি অন্য ভাষা লিখা জন্য । শায়েরি শুনতে অনেক ভাল লাগে তাই একটা সুন্দর শায়েরি দিলাম......
এখন কাজের কথায় আসি Adobe Dreamweaver CS6 এটা ওয়েব ডিজাইনিং সফটওয়্যার । যারা ওয়েব ডিজাইনিং এর কাজ করেন তাদের হয়ত কাজে আসতে পারে । আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে গিয়ে ভিডিও দেখে শিখতে পারেন, আর এখানে গিয়ে Adobe এর যত সফটওয়্যার আছে সব গুলার ভিডিও টিউটোরিয়াল পাবেন । ফাইলটির সাইজ 360 MB আপনাদের সুবিধার জন্য ৬ টি ভাগে আপলোড করেছি । আগে ফাইল গুলোকে ডাউনলোড করুন । পাসওয়ার্ড চাইলে - arifkhan
আপ হামে ভুল যাও, হামে কই গাম নেহি
আপ হামে ভুল যাও, হামে কই গাম নেহি
জিস দিন হামনে আপকো ভোলা দিয়া ,
সামাজ লি জিয়েগা ইস দুনিয়ামে
হাম নেহি ...............
এখন কাজের কথায় আসি Adobe Dreamweaver CS6 এটা ওয়েব ডিজাইনিং সফটওয়্যার । যারা ওয়েব ডিজাইনিং এর কাজ করেন তাদের হয়ত কাজে আসতে পারে । আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে গিয়ে ভিডিও দেখে শিখতে পারেন, আর এখানে গিয়ে Adobe এর যত সফটওয়্যার আছে সব গুলার ভিডিও টিউটোরিয়াল পাবেন । ফাইলটির সাইজ 360 MB আপনাদের সুবিধার জন্য ৬ টি ভাগে আপলোড করেছি । আগে ফাইল গুলোকে ডাউনলোড করুন । পাসওয়ার্ড চাইলে - arifkhan
ডাউনলোড করা ফাইল গুলো জোড়া লাগাতে না পারলে এখানে
দেখুন । ফুলভার্সন করতে reg নামের ফোল্ডারটি খুলুন amtlib ফাইলটি কপি
করুন । আপনার কম্পিউটারের এখানে যান C:\Program Files\Adobe\Adobe
Dreamweaver CS6 কপি করা ফাইলটি পেস্ট করে রিপ্লেস করে দিন ব্যাস আপনার
কাজে শেষ । স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস যান সেখানে আপনার Adobe
Dreamweaver CS6 ক্লিক করে ওপেন করুন । Help বাটনে ক্লিক করুন দেখুন
product registration, deactivate, update এই গুলো হাইড হয়ে আছে তার মানে
আপনার Adobe Dreamweaver CS6সফটওয়্যারটি এখন ফুলভার্সন । নিচের ছবিগুলো
দেখুন কিভাবে ইন্সটল করে ফুলভার্সন করতে হবে ।
Try তে ক্লিক করুন
Accept ক্লিক করুন
sign in ক্লিক করুন
আপনার
যদি Adobe id না থাকে তাহলে Create an Adobe id তে ক্লিক করে
একটা Adobe id বানিয়ে ফেলুন তারপর sign in ক্লিক করে ইন্সটল শুরু করে দিন ।
start trial ক্লিক করুন
ok দিন
ইন্সটল হয়ে গেল, এখন ফুলভার্সন করার পালা নিচে দেখুন
ফুলভার্সন
করতে reg নামের ফোল্ডারটি খুলুন amtlib ফাইলটি কপি করুন । আপনার
কম্পিউটারের এখানে যান C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CS6 কপি
করা ফাইলটি পেস্ট করে রিপ্লেস করে দিন
দেখুন অপশন গুলো হাইড হয়ে আছে, এখন এটা ফুলভার্সন হয়ে গেছে ।
ডাউনলোড করলেন, ইন্সটল করলেন এবং ফুলভার্সনও করে ফেললেন :D এখন আরেকটি শায়ের শুনুন
তেরে দিল মে মেরি সাসো কো পানাহ মিল যায়
তেরে দিল মে মেরি সাসো কো পানাহ মিল যায়,
তেরে ইশক মেরি জা
ফানাহ হো যায়
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে । সবাই
ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।