9/19/2012

ভার্চুয়াল মেশিন, প্রয়োজন হলে দেখে নিতে পারেন ।

সালাম সবাইকে সবাই আশা করি সবাই ভাল আছেন । কম্পিউটারের প্রতি আমাদের আগ্রহের শেষ নেই তাই নতুন কিছু পেলেই ইন্সটল করতে মনে চায়,  যেমন এখন আমরা নতুন একটি windows, linux, mac, ubuntu এইগুলোর iso ফাইল পেলাম, মনে মনে একটু চিন্তা করি কেমন হবে দেখতে নতুন অপারেটিং সিস্টেম । কোন দিকে না তাকিয়ে ইন্সটল দেওয়া শুরু করি । ইন্সটল হবার পর নতুন অপারেটিং সিস্টেম অনেক সময় ভাল না লাগলে আবার পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে যাওয়া লাগে, আবার সেই সময় নষ্ট করে পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে আশা, উফফ কত ঝামেলা । তাই এত ঝামেলায় না গিয়ে কম্পিউটারে ভার্চুয়াল মেশিন ইন্সটল করে সময় বাচান সাথে নতুন জিনিসের মজাও নিন :) । শুধু অপারেটিং সিস্টেমি না আরও অনেক কিছু ট্রাই করতে পারবেন এটা দিয়ে, সফটওয়্যারটার মেইন পেইজ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।  আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করেছিলাম দুর্ভাগ্য সেটা দিতে পারলাম না কারন বাংলাদেশে ইউটিউব এখন বন্ধ তাই ছবি দিয়ে দেখানো লাগবে,  অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসি । প্রথমে নীচে থেকে পার্ট গুলোকে ডাউনলোড করুন ।
এখানে পার্ট ১
এখানে পার্ট ২
এখানে পার্ট ৩
ডাউনলোড করা ফাইল গুলোকে জোড়া লাগানো হলে VMWare9.0setup ক্লিক করে ইন্সটল শুরু করুন । ইন্সটল করার সময় সিরিয়াল নাম্বার দিতে বলবে তাই kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করে রাখুন ।
ইন্সটল করা শুরু হলে এই রকম আসবে দেখানো জায়গায় ক্লিক করুন
লাইসেন্স কী দিতে বলবে, নিচে দেখুন
kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করুন, দেখানো জায়গায় ক্লিক করে সিরিয়াল নাম্বার টাকে কপি করুন এবং পেস্ট করে Enter এ ক্লিক করুন  ।
দেখানো জায়গায় ক্লিক করুন
ইন্সটল সম্পন্ন হলে এই রকম পাবেন । কিভাবে কাজ করবেন নিচে দেখুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
আপনি যে ফাইল খুলবেন সেটা দেখিয়ে দিন, দেখানো জায়গায় ক্লিক করুন
আপনার ফাইল কোন ভার্সনের সেটা সেলেকট করে দিন, তারপর দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
কোনকিছু পরিবর্তন করা লাগবে না, দেখানো জায়গায় ক্লিক করুন
টিক মার্ক যদি না থাকে তা হলে টিক মার্ক দিয়ে দেখানো জায়গায় ক্লিক করুন
একটু পরেই ভার্চুয়াল মেশিনে আপনার ফাইলটি ইন্সটল শুরু হবে

ইন্সটলের পর
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।
ফেসবুকে আমি 

No comments:

Post a Comment