9/24/2012

Adobe Dreamweaver CS6 লাগলে নিয়ে নিন, অবশ্যই ফুলভার্সন

সালাম সবাইকে, আশা করি আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে সবাই ভাল আছেন ।  আগে একটু ভিন্ন কিছু লিখি, সবসময় ডাউনলোড আর ইন্সটল নিয়ে লিখা আর টিউন পড়তে ভাল লাগে না । যদি একটু ভিন্ন কিছু থাকে কেমন হয় ? আগেই মাফ চেয়ে নিচ্ছি অন্য ভাষা লিখা জন্য । শায়েরি শুনতে অনেক ভাল লাগে তাই একটা সুন্দর শায়েরি দিলাম......
আপ হামে ভুল যাও, হামে কই গাম নেহি
                        আপ হামে ভুল যাও, হামে কই গাম নেহি
জিস দিন হামনে আপকো ভোলা দিয়া ,
               সামাজ লি জিয়েগা ইস দুনিয়ামে
হাম নেহি ...............

এখন কাজের কথায় আসি Adobe Dreamweaver CS6 এটা ওয়েব ডিজাইনিং সফটওয়্যার । যারা ওয়েব ডিজাইনিং এর কাজ করেন তাদের হয়ত কাজে আসতে পারে । আপনি যদি নতুন হয়ে থাকেন  তাহলে এখানে গিয়ে ভিডিও দেখে শিখতে পারেন, আর এখানে   গিয়ে Adobe এর যত সফটওয়্যার আছে সব গুলার ভিডিও টিউটোরিয়াল পাবেন । ফাইলটির সাইজ 360 MB আপনাদের সুবিধার জন্য ৬ টি ভাগে আপলোড করেছি । আগে ফাইল গুলোকে ডাউনলোড করুন । পাসওয়ার্ড  চাইলে - arifkhan
ডাউনলোড করা ফাইল গুলো জোড়া লাগাতে না পারলে এখানে দেখুন । ফুলভার্সন করতে reg নামের ফোল্ডারটি খুলুন  amtlib ফাইলটি কপি করুন  । আপনার কম্পিউটারের এখানে যান C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CS6 কপি করা ফাইলটি পেস্ট করে রিপ্লেস করে দিন ব্যাস আপনার কাজে শেষ । স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস যান সেখানে আপনার Adobe Dreamweaver CS6 ক্লিক করে ওপেন করুন । Help বাটনে ক্লিক করুন দেখুন product registration, deactivate, update এই গুলো হাইড হয়ে আছে তার মানে আপনার Adobe Dreamweaver CS6সফটওয়্যারটি এখন ফুলভার্সন ।  নিচের ছবিগুলো দেখুন কিভাবে ইন্সটল করে ফুলভার্সন করতে হবে ।
Try তে ক্লিক করুন
Accept ক্লিক করুন
sign in ক্লিক করুন
আপনার যদি Adobe  id না থাকে তাহলে Create an Adobe  id তে ক্লিক করে একটা Adobe  id বানিয়ে ফেলুন তারপর sign in ক্লিক করে ইন্সটল শুরু করে দিন ।
start trial ক্লিক করুন
ok দিন
ইন্সটল হয়ে গেল, এখন ফুলভার্সন করার পালা নিচে দেখুন
ফুলভার্সন করতে reg নামের ফোল্ডারটি খুলুন  amtlib ফাইলটি কপি করুন  । আপনার কম্পিউটারের এখানে যান C:\Program Files\Adobe\Adobe Dreamweaver CS6 কপি করা ফাইলটি পেস্ট করে রিপ্লেস করে দিন
দেখুন অপশন গুলো হাইড হয়ে আছে, এখন এটা ফুলভার্সন হয়ে গেছে ।
ডাউনলোড করলেন, ইন্সটল করলেন এবং ফুলভার্সনও করে ফেললেন  :D এখন আরেকটি শায়ের শুনুন
তেরে দিল মে মেরি সাসো কো পানাহ মিল যায়
                          তেরে দিল মে মেরি সাসো কো পানাহ মিল যায়,
             তেরে ইশক মেরি জা
                                   ফানাহ হো যায়
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।

9/21/2012

winrar দিয়ে বড় ফাইলকে পার্ট হিসেবে ভাগ করা

সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ  তায়ালার রহমতে সবাই ভাল আছেন । আজ আপনাদের একটি ট্রিক্স শিখাব winrar দিয়ে  কিভাবে একটি বড় ফাইলকে ভাগ করে  পার্ট ফাইলে রুপান্তর করতে হয় ।  যদি winrar না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন,  ফাইল কিভাবে ভাগ করে  নীচের ছবিগুলোকে অনুসরণ করুন ।

ব্রিঃ দ্রঃ - যারা জানেন তাদের জন্য এই টিউন না, যারা জানেন না তাদের জন্য এই টিউন ।

যে ফাইলকে ভাগ করবেন সেটার উপর রাইট মাউস ক্লিক করে Add to archive  তে ক্লিক করুন

দেখানো জায়গায় ক্লিক করুন এবং আপনি প্রতিটি ফাইলকে কতটুকু সাইজ করতে চান সেটা লিখুন । ডানপাশে MB সিলেক্ট করে দিন

আপনি যদি  rar ফাইল গুলতে পাসওয়ার্ড দিতে চান  Advanced এ ক্লিক করুন, Set password  ক্লিক করুন   (পাসওয়ার্ড না দিতে চাইলে ok দিয়ে দিন)

পাসওয়ার্ড দিন, চাইলে দেখতেও পারেন ভুল হল কিনা show paswoard  টিক চিহ্ন দিন

ok তে ক্লিক করুন

দেখুন ফাইল গুলো ৬ টি পার্টে তৈরি হয়েছে
মেতে উঠুন ফাইল ভাগা ভাগিতে :P
সাথে থাকুন আরও ভাল ভাল পোষ্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ
ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন

IDM নিয়ে নিন ফুলভার্সন

আসসালামু ওয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন । ডাউনলোড করার জন্য আমরা কতকিছুই না করি কিন্ত মনের মত সেটা হয় না ।  IDM যারা চালান তারা জানেন এটা কি জিনিস তাই আপনাদের জন্য নিয়ে আসছি Internet Download Manager 6.12 Build 9 Beta Incl patch, নিচের ছবিগুল দেখে ফুলভার্সন করে নিন । পাসওয়ার্ড- arifkhan
ডাউনলোড
সফটওয়্যারতি সাধারন ভাবেই ইন্সটল করুন, ইন্সটল করার পর প্যাঁচ ফাইলটি ওপেন করুন, নিচে দেখুন

 ফাইলটি ওপেন করার পর patch ক্লিক করুন


 এইরকম বক্স আসবে একটা নাম দিন


আরেকটি বক্স আসবে আবার একটি নাম দিন   


উপভোগ করুন ফুলভার্সন


আবার অন্য এক সময়ে দেখা হবে নতুন কোন সফটওয়্যার নিয়ে, সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ 
আমাকে ফেসবুকে পেতে  এখানে  ক্লিক করুন ।

9/20/2012

rar ফাইল কিভাবে জোড়া লাগায়

সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ  তায়ালার রহমতে সবাই ভাল আছেন । আজ আপনাদের একটি ট্রিক্স শিখাব । কিভাবে ডাউনলোড করা rar ফাইলগুলোকে জোড়া লাগাবেন । আমরা আজকে winrar দিয়ে কিভাবে rar ফাইল জোড়া লাগায় সেটা দেখব। যদি winrar না থাকে তাহলে এখান থেকে ডাউনলোড করে নিন, পেজের ডান পাশে DownloadDownload Latest Version  লেখা আছে শেখানে ক্লিক ডাউনলোড করে নিন,  নীচের ছবিগুলোকে অনুসরণ করুন । 

১- সবগুলো rar ফাইলকে একটি ফোল্ডারে রাখুন, যে কোন একটি ফাইলের উপর রাইট মাউজ ক্লিক করুন Extract Here তে ক্লিক করুন



ক্লিক করার সাথে সাথে এইরকম ভাবে কাজ শুরু হবে, কাজ শেষ হলে আপনা আপনি চলে যাবে



জোড়া লেগে ফাইলটি তৈরি হয়ে গেছে



ফোল্ডারটি ডাবল ক্লিক করুন এবং পেয়ে যাবেন আপনার কাংখিত ফাইল । 
সাথে থাকুন আরও ভাল ভাল পোষ্ট নিয়ে হাজির হব আপনাদের সামনে সেই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ
ফেসবুকে আমাকে পেতে এখানে ক্লিক করুন








লাগবে নাকি Adobe Illustrator CS6

সালাম সবাইকে, আশা করি মহান আল্লাহ  তায়ালার রহমতে সবাই ভাল আছেন । আজ আপনাদের জন্য নিয়ে আসলাম Adobe Illustrator CS6 অবশ্যই  ফুলভার্সন  করতে পারবেন । আর নয় বকবকানি কাজের কথায় আসি । যারা আগে ডাউনলোড করেছেন তারা তো করেছেনই যারা করেননি তারা করে ফেলুন,  ফাইলগুলোকে যে যত দ্রুত পারেন ডাউনলোড করে রাখুন কারন mediafire নিয়ে বরই দুশ্চিন্তার মধ্যে আছি ।    passwoard - arifkhan


Adobe Illustrator CS6 ফুলভার্সন করতে regis নামের ফোল্ডারটি খুলুন । এখানে ২ টি ফোল্ডার পাবেন একটি ৩২ বিট অপরটি ৬৪ বিট । আপনার কম্পিউটার কত বিটের সেটা নির্ণয় করে ফোল্ডারটি খুলুন এবং amtlib ফাইলটি কপি করুন  । আপনার কম্পিউটারের এখানে যান ---> C:\Program Files (x86)\Adobe\Adobe Illustrator CS6\Support Files\Contents\Windows ফোল্ডারটি খুলে কপি করা ফাইলটি পেস্ট করে রিপ্লেস করে দিন ব্যাস আপনার কাজে শেষ । স্টার্ট বাটনে ক্লিক করে অল প্রোগ্রামস যান সেখানে আপনার Adobe Illustrator CS6 ক্লিক করে ওপেন করুন । Help বাটনে ক্লিক করুন দেখুন product registration, deactivate, update এই গুলো হাইড হয়ে আছে তার মানে আপনার Adobe Illustrator CS6 সফটওয়্যারটি এখন ফুলভার্সন । এবার ডাউনলোড করার পালা, নিচের থেকে ফাইলগুলো কে ডাউনলোড করে নিন ।
 এখানে  পার্ট ১
 এখানে   পার্ট ২
 এখানে   পার্ট ৩
 এখানে   পার্ট ৪
 এখানে   পার্ট ৫
এখানে   পার্ট ৬
 এখানে   পার্ট ৭
 এখানে    পার্ট ৮
এখানে   পার্ট ৯
 এখানে  পার্ট ১০
 এখানে  পার্ট ১১
এখানে   পার্ট ১২
এখানে   পার্ট ১৩
এখানে   পার্ট ১৪
এবার ইন্সটলের পালা । ফাইল ইন্সটল করতে গেলে আইডি লাগে এখানে থেকে একটি আইডি বানিয়ে ফেলুন, বা সফটওয়্যার ইন্সটল করার সময়ও বানাতে পারবেন । যখন আইডি চাইবে তখন আইডি দিয়ে ইন্সটল করা লাগবে । ডাউনলোড করা ফাইল গুলো জোড়া লাগান ।  Set-up ক্লিক করে ইন্সটল শুরু করুন । নিচের ছবি গুলো দেখুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন

ইন্সটল করার পর সফটওয়্যারটি একবার ওপেন করুন, start trial ক্লিক করুন, সফটওয়্যার আপনাকে trial ভার্সন হিসেবে চালাতে দিবে ৩০ দিন । ওপেন করার পর ক্লোজ করে দিন, উপরে লিখা কমান্ড মত কাজ করুন ফুলভার্সন হয়ে যাবে ।

9/19/2012

ভার্চুয়াল মেশিন, প্রয়োজন হলে দেখে নিতে পারেন ।

সালাম সবাইকে সবাই আশা করি সবাই ভাল আছেন । কম্পিউটারের প্রতি আমাদের আগ্রহের শেষ নেই তাই নতুন কিছু পেলেই ইন্সটল করতে মনে চায়,  যেমন এখন আমরা নতুন একটি windows, linux, mac, ubuntu এইগুলোর iso ফাইল পেলাম, মনে মনে একটু চিন্তা করি কেমন হবে দেখতে নতুন অপারেটিং সিস্টেম । কোন দিকে না তাকিয়ে ইন্সটল দেওয়া শুরু করি । ইন্সটল হবার পর নতুন অপারেটিং সিস্টেম অনেক সময় ভাল না লাগলে আবার পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে যাওয়া লাগে, আবার সেই সময় নষ্ট করে পুরনো অপারেটিং সিস্টেমে ফিরে আশা, উফফ কত ঝামেলা । তাই এত ঝামেলায় না গিয়ে কম্পিউটারে ভার্চুয়াল মেশিন ইন্সটল করে সময় বাচান সাথে নতুন জিনিসের মজাও নিন :) । শুধু অপারেটিং সিস্টেমি না আরও অনেক কিছু ট্রাই করতে পারবেন এটা দিয়ে, সফটওয়্যারটার মেইন পেইজ দেখতে চাইলে এখানে ক্লিক করুন।  আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল করেছিলাম দুর্ভাগ্য সেটা দিতে পারলাম না কারন বাংলাদেশে ইউটিউব এখন বন্ধ তাই ছবি দিয়ে দেখানো লাগবে,  অনেক কথা বলে ফেললাম এখন কাজের কথায় আসি । প্রথমে নীচে থেকে পার্ট গুলোকে ডাউনলোড করুন ।
এখানে পার্ট ১
এখানে পার্ট ২
এখানে পার্ট ৩
ডাউনলোড করা ফাইল গুলোকে জোড়া লাগানো হলে VMWare9.0setup ক্লিক করে ইন্সটল শুরু করুন । ইন্সটল করার সময় সিরিয়াল নাম্বার দিতে বলবে তাই kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করে রাখুন ।
ইন্সটল করা শুরু হলে এই রকম আসবে দেখানো জায়গায় ক্লিক করুন
লাইসেন্স কী দিতে বলবে, নিচে দেখুন
kg ফোল্ডারটি খুলুন VMWWS9-Kg ফাইলটি ওপেন করুন, দেখানো জায়গায় ক্লিক করে সিরিয়াল নাম্বার টাকে কপি করুন এবং পেস্ট করে Enter এ ক্লিক করুন  ।
দেখানো জায়গায় ক্লিক করুন
ইন্সটল সম্পন্ন হলে এই রকম পাবেন । কিভাবে কাজ করবেন নিচে দেখুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
আপনি যে ফাইল খুলবেন সেটা দেখিয়ে দিন, দেখানো জায়গায় ক্লিক করুন
আপনার ফাইল কোন ভার্সনের সেটা সেলেকট করে দিন, তারপর দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
দেখানো জায়গায় ক্লিক করুন
কোনকিছু পরিবর্তন করা লাগবে না, দেখানো জায়গায় ক্লিক করুন
টিক মার্ক যদি না থাকে তা হলে টিক মার্ক দিয়ে দেখানো জায়গায় ক্লিক করুন
একটু পরেই ভার্চুয়াল মেশিনে আপনার ফাইলটি ইন্সটল শুরু হবে

ইন্সটলের পর
আজ এই পর্যন্তই আবার দেখা হবে কোন এক সময়ে ।  সবাই ভাল থাকুন সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ।
ফেসবুকে আমি